গত রবিবার পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের পয়াগ গ্রামে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এমন ছিল। বেশ কয়েকটি বাড়ি ভেঙে যায়। ওই গ্রামে অবৈধ বাজি কারখানা ছিল বলে অভিযোগ। এই ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ মাইতিকে কোলাঘাট থানার পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ কোলাঘাট থানার পুলিশ সহ ৩ সদস্যের ফরেন্সিক টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম।