২৮ এপ্রিলের পর থেকে টানা তিন চার দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। থাকবে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ২৮ এপ্রিলের পর থেকে তিন চার দিন কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া। ২৮ এপ্রিলের দক্ষিণের জেলাগুলো দক্ষিণবঙ্গের বেশি প্রভাব থাকা সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ থাকবে ৬০ থেকে ৭০ কিলোমিটার। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে।