তৃণমূলের টিকিট না পেয়ে যারা নির্দল হয়ে দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরা দলে থাকলে দলের ক্ষতি, এরা যত তাড়াতাড়ি দল ছেড়ে চলে যাবে ততই দল শান্তিতে থাকবে। এমনই মন্তব্য করেন তিনি। শনিবার ডানকুনি ও রিষড়ায় পুরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থন প্রচার সারেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।