দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই রাজ্যজুড়ে এই মন্দির ঘিরে দর্শনার্থীদের আগ্রহ চরমে পৌঁছেছে। এবার সেই যাত্রা উত্তরবঙ্গবাসীর জন্য আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী করে তুলতেই রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, উত্তরের ছয় জেলা থেকে ছ’টি অত্যাধুনিক ভলভো বাস সরাসরি দিঘার উদ্দেশে চলবে। মঙ্গলবার তিনি বাসগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং এনবিএসটিসি-র হাতে চাবি তুলে দেন।