বাঙালির নানা পার্বণের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব জামাইষষ্ঠী। এটি, বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিক লৌকিক আচার। জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন। জামাইষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানা আচার-অনুষ্ঠান। জামাইষষ্ঠী নিয়ে কী ভাবছে বাঙালি? বৌমাষষ্ঠী রীতি চালু হওয়ার পক্ষে না বিপক্ষে তারা? খোঁজ নিল bangla.aajtak.in।