ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের প্রত্যন্ত রাঙাডিহা গ্রামের মেয়ে মমতা হাঁসদা এবার জাতীয় মহিলা ফুটবল দলে সুযোগ পেয়েছেন। ইন্টার ন্যাশানাল টুর্নামেন্টের ১৪ জনের দলের এক অন্যতম সদস্য ঝাড়গ্রামের এই মিডিফিল্ডার। খবর পেয়েই বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত শুভেচ্ছা জানাতে পৌঁছে যান তাঁর বাড়িতে। সমস্ত ক্ষেত্রে পাশে থাকার আশ্বাসও দেন তিনি। প্রত্যন্ত গ্রামের গরীব আদিবাসী পরিবারের মেয়ে মমতা হাঁসদা। পরিবারের ছোটো মেয়ে। দুই দিদি এক দাদা এবং মাকে নিয়ে পরিবার। বাবা নেই। ছোটো থেকে রান্নবাটি খেলার বদলে ছেলেদের সাথে ফুটবল খেলতে পছন্দ করত মমতা। মুখ্যমন্ত্রীর কাছ থেকে স্কুটিও উপহার পায় সে। আগামী দিনে আরও ভালো প্লেয়ার হওয়ার স্বপ্ন দেখছেন মমতা।