মুখে মেক-আপ, পরণে শাড়ি, মাথায় ফুল গোঁজা। একেবারে নিখাদ আদিবাসী সাজ। রাজনীতির ময়দায় ছেড়ে ফ্যাশন শো-তে র্যাম্পে হাঁটছেন রাজ্যের শাসকদলের মন্ত্রী। সারাবছর শক্ত হাতে মন্ত্রিত্ব সামলান। বড়দিনে একেবারে ভিন্ন অবতারে ধরা দিলেন মন্ত্রীদিদি। বড়দিনে ঠিক এভাবেই ব়্যাম্প মাতাতে দেখা গেল তাঁকে। বাঁকুড়া জেলা প্রশাসন পরিচালিত 37তম বিষ্ণুপুর মেলায় অভিনব এক অনুষ্ঠান দেখা গেল। মেলার মূল মঞ্চে দেখা গেল আদিবাসী ফ্যাশন শো। বাঁকুড়া জেলার আদিবাসী ভাইবোনদের নিয়ে র্যাম্প ওয়ার্ক করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি।