দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছে, কালী, দুর্গার নামে জয়োধ্বনি। এনিয়ে প্রতিক্রিয়া দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,'আমি কালীমন্ত্র বলে শপথ নিয়েছিলাম। সেই মন্ত্রোচ্চারণের সময় নরেন্দ্র মোদী বলেছিলেন, শপথগ্রহণের সময় ধর্মীয় শ্লোক বলবেন না। কিন্তু ওঁরা জয় শ্রী রাম বলছিলেন। এবার কী হল? কালীঘাটে এসে মাথানত করে নারীশক্তিকে প্রণাম করতে হবে। কালীঘাটের নারীশক্তির পা ধরে প্রণাম করতে হবে'।