কল্যাণী বাজি কারখানার বিস্ফোরণে এন আই এ তদন্তের দাবি জানাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নদীয়ার কল্যাণীর রথতলা বাজি বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থলে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, হরিণ ঘাটার বিধায়ক অসীম সরকার, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ সহ একাধিক বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। রাজ্যের বিরোধী দলনেতা দু লক্ষ এক হাজার টাকা দেন মৃতদের পরিবারকে। শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য সরকারের উচিত ছিল প্রায় ৫০ লক্ষ টাকা মৃতের পরিবার পিছু আর্থিক সহযোগিতা করা।