বাংলায় ফের ধরা পড়ল এক জঙ্গি। জম্মু ও কাশ্মীরের এই জঙ্গি লুকিয়ে ছিল উত্তর ২৪ পরগনার ক্যানিংয়ে। কাশ্মীর পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফের যৌথ অভিযান চালিয়ে জাভেদ মুন্সি নামে ওই জঙ্গিকে গ্রেফতার করে। সে তেহরিক-উল- মুজাহিদিন নামে জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা। ওই জঙ্গির বাড়ি কাশ্মীরের শ্রীনগরে। ক্যানিংয়ের হাসপাতাল মোড়ে আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিল এই জাভেদ। বহু দিন ধরেই তার খোঁজে ছিলেন গোয়েন্দারা। নানা ধরনের নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত ছিল জাভেদ। পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে এসেছিল সে। রবিবার তাকে আলিপুর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ড চাইবে কাশ্মীর পুলিশ।