বৃহস্পতিবার ১১ অগাস্ট ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকী। এই দিনের ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন বাংলার এই বিপ্লবী। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে শহীদের মূর্তিতে মাল্যদান করলেন শোভনদেব চট্টোপাধ্যায় | তিনি বলেন, স্বাধীনতার লড়াইয়ে যে সমস্ত বীর প্রাণ দিয়েছেন, তাদের সম্মান জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এগিয়ে থাকেন। তিনি আরও বলেন বাংলার এই বীরদের কথা জানা উচিত সমস্ত স্কুলে ছাত্রছাত্রীদের। যা ভবিষ্যতে অনুপ্রেরণা যোগাবে তাদের।