সম্প্রতি উদযাপিত হয়েছে Kaushiki Amavasya। আর কৌশিকী অমাবস্যায় Birbhum র তারাপীঠে উপচে পড়ে দর্শনার্থী ও ভক্তদের ভিড়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। স্থানীয় ও আশেপাশের মানুষজন তো বটেই, রাজ্যের অন্যান্য জেলা, এমনকী প্রতিবেশী রাজ্য থেকেও বহু মানুষ এদিন মন্দির চত্বরে ভিড জমিয়েছিলেন। নিরাপত্তাও ছিল আঁটসাঁট। কিন্তু তারপরেও যা হয়ে গেল, তাতে একপ্রকার কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হল ভক্তদের অনেককেই। ভক্তদের অনেকেরই অভিযোগ, প্রচণ্ড ভিড়ের মাঝে চুরি গিয়েছে, তাঁদের দামি সামগ্রী। কারও কারও তো দাবি, তাঁদের লাখ লাখ টাকা দামের চেন ছিনতাই হয়ে গিয়েছে। কেউ কেউ আবার সতর্ক থাকায় অল্পের জন্য চোরেদের হাত থেকে রক্ষা পেয়েছেন। চলুন শুনে নেওয়া যাক কী বলছেন ওই ভক্তরা।