২০২১ সালের ১০ ই নভেম্বর নন্দীগ্রামের নির্বাচনী সভা থেকে শুভেন্দু এবং শিশির অধিকারীকে রাজনৈতিক বেজন্মা বলে আক্রমণ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এরপরই কুণালের বিরুদ্ধে মানহানির মামলা করেন সৌমেন্দু অধিকারী। এদিন এই মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ মঙ্গলবার কাঁথি জুডিশিয়াল দ্বিতীয় আদালতের বিচারক শিবম মিশ্রর এজলাসে আত্মসমর্পণ করেন কুণাল। যদিও আইনজীবীর আবেদনের ভিত্তিতে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।