২০০৫ সালে হঠাৎই গ্রাম ছাড়া হয়ে গেছিল কুলটির বেনা গ্রামের মানুষ। লোকমুখে গুজব ছড়িয়ে যায় ভূতের ভয়ে নাকি গ্রাম ছাড়া হয়েছে বেনা গ্রামের মানুষ। কিন্তু মানুষজনের দাবি ছিল অনুন্নয়নের কারণে তারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন। শুধুমাত্র বছরের একটি দিন তারা গ্রামে আসেন। লক্ষ্মী পুজোর (Lakshmi Puja 2021) দিন। লক্ষ্মী পুজোর দিন গ্রামের মাঝে লক্ষ্মী মন্দিরে প্রতিমা প্রতিষ্ঠিত হয়। সেখানে পুজো হয়, ভোগ রান্না হয় সারা দিন-রাত ধরে উৎসব চলে। পরদিন সকালে প্রতিমা ভাসানোর পর আবার সবাই নিজের নিজের জায়গায় ফিরে যান। তবে কি কোনো অজানা কারণে গ্রামের মানুষরা আর ফিরবেননা গ্রামে। এমন প্রশ্নই বেনা গ্রামের আকাশে বাতাসে।