বৃহস্পতিবার নবান্ন সভাঘরে রাজ্যের একাধিক ইস্যুতে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে বলেন- লক্ষ্মীর ভাণ্ডার আমাদের অমূল্য সম্পদ। মা বোনেরা আমাদের ঘরের লক্ষ্মী। এটা প্রথম বাংলা শুরু করেছিল। বাংলা এখন মডেল। আগামী ডিসেম্বর মাসে যাঁদের টাকা বাকি আছে তাঁদের টাকা দেব। 5 লক্ষ 7 হাজার মহিলাকে আরও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হল। টাকাটা তাঁরা ডিসেম্বর মাসে পেয়ে যাবে। এরা যতদিন বেঁচে থাকবে আজীবন পেয়ে যাবেন। এর জন্য বছরে আমার প্রায় 625 কোটি 20 লক্ষ টাকার বেশি টাকা খবর হবে। আমার রাজ্যে কোনও নিয়ম নেই। এটা সবার জন্য। সবাই পায়, এটা তাঁদের গর্ব।