বগটুই গণহত্যাকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু ঘিরে সরগরম রাজ্য। গত ২১ মার্চ, ২০২২। বগটুইয়ে পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুনের পর সেখানে অগ্নিসংযোগ করা হয়। তাতে ১০ জনের মৃত্যু হয়। সেই ঘটনার প্রধান অভিযুক্ত লালন শেখের মৃত্যু তুলে দিয়েছে একাধিক প্রশ্ন।