আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু জায়গায় ভারী বৃষ্টির সর্তকতা থাকছে। তবে আপাতত তাপমাত্রার কোনও পরিবর্তন নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আবহাওয়া বৃষ্টির অনুকূল নয়। আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদ,নদিয়া ও বীরভূমে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি তাপমাত্রাও তেমন কোনও পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর থেকে একটানা হাওয়া চলতে থাকবে তার ফলে অস্বস্তি ভাব বেশি হবে না। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের উপমহা-নির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।