দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও দুই মেদিনীপুরের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এবং তারপর আগামী ১৭ তারিখ বীরভূম, নদিয়া ও দুই মেদিনীপুর এবং ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বর্তমানে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা থাকায়, আগামী দুদিন এই জেলাগুলিতে তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।