আজকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা যেটি রেকর্ড করা গেছে সেটি হল ১৬.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। পূর্বাভাস অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝার জন্যই এই তাপমাত্রা বৃদ্ধি হয়েছে বলে মনে করা হচ্ছে। আগামী তিন দিন রাতের তাপমাত্রা এরকমই থাকবে। অন্যদিকে আগামী ২৮ তারিখ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আগামী ২৯ তারিখ পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি ও কলকাতাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৩০ তারিখ থেকে আবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেই একই কারণে আগামী ২৮ তারিখে দার্জিলিং ও কালিম্পং এবং ২৯ তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের উপমহা-নির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।