আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু সাজা ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি এই রায়ে খুশি নন সঞ্জয়ের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে যাবেন। রাজ্যের তরফে মঙ্গলবার সর্বোচ্চ সাজার আরজি জানিয়ে মামলার আবেদন করা হয়েছে। এব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, 'ও সব ড্রামাবাজি। বাসন্তীতে কয়েকদিন আগে নিখোঁজ থাকা নাবালিকার দেহ পাওয়া গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগে শিশুকন্যা, বোন, দিদি, মায়েদের রক্ষা করার ব্যবস্থা করুক। এসব ড্রামাবাজি করে কিছু হবে না। আমি আজ সন্ধ্যায় অভয়ার বাড়িতে যাব। তাঁর বাবা মার সঙ্গে দেখা করে যা আইনি লড়াই হবে তা কাঁধে কাঁধ দিয়ে একসঙ্গে লড়াই করব।'