SIRএ সবথেকে বেশি ক্ষতি হতে চলছে মতুয়া সম্প্রদায়ের মানুষের। সেটা শান্তনু ঠাকুর বুঝে গেছেন। তাই তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। বলার চেষ্টা করছেন SIRএ নাম বাদ গেলে CAA দিয়ে নাম ঢোকাবেন। ব্যাপারটা পুরোটাই শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা। মতুয়া সম্প্রদায়ের মানুষের পাশে আছে TMC। ওনারা শুধু মুসলিম মুসলিম করছেন তো, অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষের নাম বাদ যাবে SIR। বড় আশঙ্কার কথা বললেন শাসক দলের এক প্রথম সারির নেতা। মানে ভাবুন আপনি একটা সকালে উঠে জানতেই পারেন, আপনি আর এখানের বাসিন্দা নন। আপনাকে যেতে হবে বাংলাদেশে। ভাবুন তো কী আশঙ্কার কথা!