গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকার নিম্নচাপ ক্রমশ সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে র পশ্চিম ও দক্ষিণ ভাগে রয়েছে। এই নিম্নচাপের অভিমুখ ছত্রিশগড় ঝাড়খণ্ডের দিকে। এর প্রভাবে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে গত ২৪ ঘণ্টায় গড়ে ১৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যেটা স্বাভাবিকের তুলনায় বেশি। দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং উত্তরবঙ্গের কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি হয়েছে।