কথায় আছে চুরি বিদ্যা মহা বিদ্যা, যদি না পরো ধরা। বিটেক চাওয়ালা, বিটেক হোটেলওয়ালি শোনা গিয়েছে, এবার প্রকাশ্যে এল এমএ-এর সঙ্গে LLB পাস করা চোরের। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মা-বাবা পড়ুশুনা শিখিয়ে ছিল ছেলে কিছু করবে বলে। কিন্তু পড়াশুনা শিখে যে শেষ পর্যন্ত চোর হবে তা কী করে জানবে। ইংরেজিতে এমএ পাস। সঙ্গে LLB পাসও। কিন্তু নেশা হচ্ছে চুরি করার। বাবা সরকারি কর্মী। ছেলের চুরির নেশা জানতে পেরে মা মারা যান। এরপরে মায়ের জিনিসপত্রও চুরি করে বিক্রি করে দিয়েছিল সে। তবে শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে সব প্ল্যান বানচাল হয়ে গেল।