মদন মিত্র সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি একটি ভিডিও পোস্ট করে লিখেছেন সূর্য দেবতা যেমন প্রকৃতিতে সুন্দর ফুল দিয়ে সূর্যালোক বর্ষণ করেন, তেমনি মকর সংক্রান্তির এই উৎসবের চেতনায় আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসুক। মকর সংক্রান্তি উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা॥ তারপরই তিনি লেখেন গত বছর গঙ্গা সাগরের পুণ্যস্নানে। তিনি গত বছর গঙ্গা সাগরে গিয়েছিলেন।