কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সব সময়ই আলোচনার কেন্দ্র বিষয়ে থাকেন। লোকসভা বা রাজ্যের রাজনীতি, মহুয়া সর্বদা মমতার গুড বুকে। সকল প্রশ্নের উত্তরে, মহুয়ার প্রতিই ভরসা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূলের অন্দরে যদি কোনো রদবদল ঘটে, তাহলে কি মহুয়ার ডানা ছাঁটা হতে পারে? লোকসভা ভোটের আগে এবং পরে সবসময়েই দলকে সমর্থন করেছেন মহুয়া। এখন প্রশ্ন, মমতার মন কি খারাপ মহুয়ার জন্যে? একটি সূত্র বলছে মহুয়ার বিষয়টি বিবেচনা করা পাশাপাশি, অন্য নানা রদবদলও হতে পারে। ২০২৬ সালের নির্বাচন পূর্বে দলকে পুনর্গঠন করতে মরিয়া মমতা। এতেই ২০২৬ এর পৌরসভা ভোট হবে অ্যাসিড টেস্ট।