মকরসংক্রান্তির সকালে পুণ্যস্নানের জনজোয়ার গঙ্গাসাগরের। সমস্ত বিধি নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে দেদার স্নান। শুক্রবার ভোর থেকেই মকর সংক্রান্তি তিথিতে লক্ষ মানুষের সমাগম দেখাগেল গঙ্গাসাগরের বেলাভূমিতে। সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা থাকলেও কোনও ভাবেই তা মানা হল না।