Makar Sankranti র আগে Gangasagar Mela উপলক্ষে সাধু সন্তরা জমায়েত হতে শুরু করেছেন। গঙ্গাসাগর Kapilmuni Ashram যাওয়ার আগে সাধুসন্তরা অস্থায়ীভাবে থাকছেন Babughat এ। সেখানে তাঁরা কেমন আছেন সেই খোঁজ নিতে গিয়েছিল আজতক বাংলা। বাবুঘাটের অস্থায়ী ক্যাম্পে আগত সাধুসন্তদের সঙ্গে কথা বলে যা জানা। যাচ্ছে তাতে বাংলার এক কঙ্কালসার ছবি উঠে এসেছে। বিভিন্ন সাধুসন্তরা যাঁরা এসেছেন, তাঁরা বলছেন বাবুঘাটে অস্থায়ী ক্যাম্পে সেইভাবে কোনও সুযোগ সুবিধা তাঁরা পাচ্ছেন না। শীতের রাতে একটা কম্বলও পাচ্ছেন না যে ঠাণ্ডা থেকে বাঁচবেন। একজন সাধু বিকাশ নন্দ মহারাজ জানান, বাংলার সংখ্যালঘু তোষণের রাজনীতি চলছে, একদিন Biswa Ijtema হচ্ছে এখানে সংখ্যালঘু মানুষদের জন্য কোটি কোটি টাকা ঢালছে রাজ্য সরকার অন্যদিকে সনাতনী হিন্দুদের জন্য কোনওরকম কোনও পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না তৃণমূল সরকারকে। তিনি আরও বলেন, অন্য রাজ্যে যেখানে সনাতনীদের জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে সেখানে বাংলায় হিন্দুরা পিছিয়ে পড়ছে। শুধু পিছিয়ে পড়ছেই নয় বাংলায় তুষ্টিকরণের রাজনীতি চলছে।