আদিবাসী সংস্কৃতির সঙ্গে ওতোপ্রতো ভাবে জড়িত ধামসা মাদল (Dhamsa Madol)। মহুয়ার নেশায় বুঁদ হয়ে ধামসা মাদলের ছন্দে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ঝুমুর গান (Jhumur Song), টুসু গানের (Tusu Song) সঙ্গে ধামসা মাদলের ছন্দ দোলা লাগায় শহুরে মানুষের মনেও। যুগ যুগ ধরে মূলত এই দুই বাদ্যযন্ত্রের তালে ভর করেই এগিয়ে চলেছে রাঢ়বঙ্গের লোকসঙ্গীত। আর শুধু রাঢ়বঙ্গই নয়, দিনে দিনে এই দুই বাদ্যযন্ত্র জনপ্রিয় হয়ে উঠেছে অন্যান্য এলাকাতেও। ধামসা ও মাদলকে হাতে তুলে নিয়েছেন আরও অনেক তালবাদ্য শিল্পী। কিন্তু জানেন কি কীভাবে তৈরি হয় এই ধামসা মাদল?