মালদায় ফের গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে মালদার হাবিবপুর এলাকা থেকে পুলিশ পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। হবিবপুর থানার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দাল্লা মধ্যপাড়া এলাকা থেকে চার জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম ভীম রায়, রতন রায়, শ্রীপন রায় এবং দুর্জয় মণ্ডল। তাঁদের বাড়ি বাংলাদেশের রাজশাহি জেলার গোদাগাড়ি এলাকায়। পঞ্চম ব্যক্তি মহম্মদ আজহার আলীকেও হেফাজতে নেওয়া হয়েছে।