ফোনে ফোনে দুই বছর ধরে তাঁরা প্রেম করেছিলেন। এরপর সেই প্রেম পরিণতি পেল। লাভার থেকে তাদের নামের আগে দম্পতি ব্যাপারটা বসে গেল। আর তাতেই তাঁরা খবরের শিরোনামে উঠে এলেন। ভাবছেন তো, এই গল্পটা আর পাঁচটা গল্পের মতোই স্বাভাবিক। না এখানে একটু থামতে হচ্ছে। কারণ দুবছর ধরে যাঁরা প্রেম করেছেন তাঁদের নাম পপি মন্ডল এবং প্রতিমা বিশ্বাস। হ্যাঁ এই গল্প তাঁদের প্রেমের গল্প। দুজনেই সাবালিকা। শুনতে অবাক লাগলো ঘটনাটি সত্যি।