২০২১ সালের Assembly Election র আগে TMC নেত্রী তথা মুখ্যমন্ত্রী Mamata Banerjee হঠাৎই নন্দীগ্রাম থেকে লড়বেন বলে ঘোষণা করেন। মমতার সেই ঘোষণার পরেই তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তারপর সময় যত এগিয়েছে ততই নির্বাচনে আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল Nandigram।