অপেক্ষায় ছিল রামপুরহাটের বগটুই গ্রাম। অবশেষে এলাকা পরিদর্শন করতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন গ্রাণের বদলে টাকা হতে পারেনা। তবু বেঁচে থাকার জন্য টাকার প্রযোজন। তাই ক্ষতিপূরণ হিসেবে বগটুইয়ে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে মমতা জানান, ভয়ঙ্কর নৃশংস ঘটনা। পুড়ে যাওয়া বাড়ি ঠিক করতে ১ লক্ষ টাকা, প্রয়োজনে আরও ১ লক্ষ টাকা দেওয়া হবে। যারা আহত হয়েছেন তাদের ৫০ হাজার টাকা দেওয়া হবে। নিহতদের পরিবার পিছু একজনকে চাকরি দেওয়া হবে বলে ঘোষণা করে মমতা। আহতদের দেখতে মুখ্যমন্ত্রী আজ হাসপাতালেও যান।