সোমবার, ১১ মার্চ রাত থেকেই দেশজুড়ে লাগু হয়ে গিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। এদিন সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়ে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে সিএএ নিয়ে ঘোষণা হতে পারে জেনে তড়িঘড়ি নবান্নে সাংবাদিক বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মমতার অভিযোগ, আইন পাশ হওয়ার চার বছরের বেশি সময় লেগে গেল। এটা রাজনৈতিক পরিকল্পনা। বিজেপির এটা কাজ, ভোট এলেই সংবাদমাধ্যমকে খবরটা আগে খাইয়ে দেওয়া। তারপর সেটাকে মানুষের কাছে নিয়ে আসা। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যম দেখাতে শুরু করেছে রাতের মধ্যেই নাকি ক্যা (CAA) আসবে।