সন্দেশখালিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ ডিসেম্বর তিনি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,'অনেকেই আমাকে বলছিলেন, দিদি আপনি সন্দেশখালি গেলেন না? আমি তখনই বলেছিলাম, সময় হলে জানাব। ৩০ ডিসেম্বর যাচ্ছি'। উল্লেখ্য, বসিরহাটে ভোটপ্রচারে গিয়ে জেতার পর সন্দেশখালি যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা।