'এসব খেলা অনেক হয়েছে। অনেকে খেলাটা ধরতে পারেন না। টোটালটাই এজেন্সি দিয়ে করানো হয়। যিনি করেন, তাঁর নাম তো কালকেই বলে দিয়েছি'। নাম না করে শাহের বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,'কেউ কেউ বাইরে থেকে অত্যাচার করেছে। ভয়ও দেখাচ্ছে। ত্রিপুরায় যেতে বলুন। মণিপুরে স্বরাষ্ট্রমন্ত্রীকে যেতে বলুন। অসমে যেতে বলুন। সীমান্তও আমাদের হাতে নেই। সীমান্তের ৫ কিলোমিটার পর্যন্ত বিএসএফের আওতায় ছিল। এখন ৫০ কিলোমিটার করে দিয়েছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী'।