'মৃতদের পরিবার ১০ লাখ টাকা করে পাবে। যাঁদের ঘর ভাঙা হয়েছে, তাদের বাংলা আবাস যোজনায় পাবেন। দোকান ভাঙচুর হলেও আর্থিক সাহায্য করব'। বৃহস্পতিবার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান,'আমি ঠিক সময়ে যাব। আমি এখন গেলে সবাই যাবে। রাজ্যপালকে অনুরোধ করব, কিছুদিন পরে যান'।