তার সরকার উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কী কী কাজ করেছে তার খতিয়ান তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়ন করতে গিয়ে যে কী পরিমাণ অর্থ খরচ হয় ও কেন্দ্রীয় সরকারের কাছে কত টাকা রাজ্যের বকেয়া রয়েছে সেই কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি ম্যাজিশিয়ান নই যে উপর থেকে টাকা পড়বে। গুপী গাইন বাঘা বাইন সিনেমার মতো নয়। টাকা আসতে হয়। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের কাছে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। চার বছর ধরে আবাস সড়ক ও ১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না। তার মধ্য়েও আমরা করছি।