'আপাতত স্বস্তি। মাইনের ব্যাপারে চিন্তা করছিলাম। তাই বিকল্প পথের সন্ধান দিয়েছিলাম। আমি কথা দিয়েছিলাম, আমরা দেখব যাতে ওদের কোনও অসুবিধা না হয়। আমাদের আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। ডিসেম্বর পর্যন্ত পেয়ে গিয়েছি। এ বছরের মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে'। সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।