মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেনই। মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪-এর শেষ দিনে, এই ভবিষ্যদ্বাণী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর পাল্টা সভা করেন শুভেন্দু। এদিন সদস্য সংগ্রহ অভিযানে যোগদান করতে সন্দেশখালি যান শুভেন্দু। সেখানে ত্রিমণি বাজারে এক জনসভা থেকে শুভেন্দু মমতার উদ্দেশে সরাসরি হুঁশিয়ারি দেন। শুভেন্দু বলেন, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, ভুলে কেউ যাবে না। আমিও ভুলব না। এরাজ্যে বিজেপি সরকার হবে। সন্দেশখালির ঘটনায় কমিশন বসবে। আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন, মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেল খাটাবে বিজেপি। বদলা তো নেব। সুদ সহ নেব। আইন মেনে নেব।