উপনির্বাচনে 6টা সিটে জিতে কেউ যদি ভেবে থাকে যে সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন তাহলে তিনি দিনে স্বপ্ন দেখছেন। বাংলায় উপনির্বাচনের কোনও গুরুত্ব নেই। উপনির্বাচন ভোটে বাংলার তৃণমূলের জেতা প্রসঙ্গে বিদ্রুপ ও খোঁচা। মানে বলা হচ্ছে যে TMC উপনির্বাচনে জিতেছে মানে এওটা নয় যে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হয়ে যাবেন। জাতীয় দলের তকমা হারিয়ে রিজিওন্যাল পার্টিতে নেমে এসেছে। সেই জায়গায় তাঁরা কী করে এই দীবা স্বপ্ন দেখছে তা নিয়ে প্রশ্ন তুলেছে।