বর্তমানে সেলফি তোলার জন্য মানুষের মধ্যে একটা ঝোঁক দেখা যায়। বিভিন্ন পোজে সেলফি তোলে মানুষ। কখনও কয়েকজন মিলে গ্রুফিও তোলেন। কিন্তু এবার আপনাদের শোনাব এক অদ্ভূত সেলফির কথা, যা শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবে। এবার কবর থেকে এক মহিলার কঙ্কাল বের করে সেলফি তুলল যুবক। আর সেই ঘটনা জানাজানি হতেই তোলপাড় পড়ে যায় গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ নম্বর ব্লকের অন্তর্গত পশ্চিম শ্রীরামপুরে।