চলতি বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই মধ্যে এরাজ্যে নিজেদের সংগঠন মজবুত করার চেষ্টা করছে আসাদুদ্দিন ওয়েইসির দল AIMIM বা মিম। মালদা জেলায় বিশেষভাবে তাদের সক্রিয়তা নজরে আসছে। এরই মাঝে বড় খবর। সেই মালদহেই তৃণমূল ছেড়ে মিমে যোগ দিল হাজার খানেক পরিবার। রতুয়া এক নম্বর ব্লকে মিমের সভাপতি শেখ জাহাঙ্গিরের হাত ধরেই হয় এই যোগদান কর্মসূচি।