পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর রেলওয়ে স্টেশনে রবিবার আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ফুটব্রিজ ও প্ল্যাটফর্মের প্রশস্তি করণের উদ্বোধন করা হয়। রেলওয়ের পক্ষ থেকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় দিলীপ ঘোষ ও জুন মালিয়াকে। উদ্বোধনের সময় উপস্থিত ছিল দুই পক্ষের অনুগামীরা। দুই পক্ষই তাদের দলীয় স্লোগান দিতে থাকে। এই অনুষ্ঠানে এক মঞ্চে বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়ককে দেখতে পাওয়ার ছবি রাজ্যে বিরল। দিলীপ ঘোষ বলেন, 'কেন্দ্র সরকারের যেকোনও কর্মসূচিতে স্থানীয় দলের প্রতিনিধিকে ডাকেন, রাজ্য সরকারের এটা দেখে শেখা উচিত। এই সৌজন্যতা রাজ্য সরকারেরও দেখান উচিত'।