ভেঙেছে বাম পা, অপারেশন হল ডান পায়ে। একইরকম গাফিলতির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এক্স রে-তেও রয়েছে বাম পা , অথচ ডান পায়ে চিকিৎসা হয়েছে। এই ঘটনাটা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটেছে। সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে কী ভয়বহ অবস্থাটা একবার ভাবুন। ঘটনাটা ঘটেছে Murshidabad Medical College Hospital এ।