বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ বাড়তে থাকায় দেশটির পরিস্থিতি উত্তপ্ত। চিন্ময় কৃষ্ণ দাস নামক হিন্দু সাধুর গ্রেপ্তারির ফলে এই উত্তেজনা আরো বৃদ্ধি পায়। বিজেপির হিন্দুত্ববাদী নেতারা এই পরিস্থিতিতে সমালোচনা করেন বাংলাদেশের। কিন্তু বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বাংলাদেশ সংক্রান্ত এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। এমনকি তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে এখনই কোনও প্রতিক্রিয়া দিতে চান না এবং ভবিষ্যতে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন। এই নীরবতা প্রশ্ন তুলেছে তাঁর ভারতীয় সমর্থকদের মধ্যে। কিছুদিন আগেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনেও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দলের দায়িত্ববোধ পালন করবেন।