পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকির । ভাঙড় থানার পুলিশ কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে, এই অভিযোগ তুলে ভাঙড়ের এক কর্মিসভা থেকে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে নওসাদ বলেন, ট্রান্সফার নিয়ে যেখানেই চলে যাননা কেন, একদিন ভাঙড়েই আসতে হবে। ভাবছ অন্য থানায় চলে যাবে। আমার নাম নওসাদ সিদ্দিকি। এখানেই ট্রান্সফার করিয়ে নিয়ে আসব। তখন ট্রাফিকের কাজ করতে হবে।