প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ তৈরি করতে চলেছে মোদী সরকার। দিল্লিতে রাজঘাটে রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ তৈরি হবে। তার জায়গা অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। এব্যাপারে বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, মনমোহন সিং, প্রণব মুখোপাধ্যায় এরা রাজনীতির নক্ষত্র। প্রণব মুখোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন। মুর্শিদাবাদের তিয়াত্তর শতাংশ মুসলিম ভোটে জিতেছিলেন তিনি। প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে আরও কী বললেন অধীর চৌধুরী শুনে নিন।