বিশ্বের সবচেয়ে দামি আম কি জানেন? নাম মিয়াজাকি। এই আমের গল্প অনেকে শুনে থাকলেও চাক্ষুষ করা অথবা খেয়ে দেখার সুযোগ খুব কম মানুষেরই হয়েছে। তার কারণ একটাই। দাম। আর এই বহু মূল্যবান আম এবার মিলবে বাংলাতেই। কিন্তু কোথায় পাবেন? একেবারে আপনার নাগালেই রয়েছে এই ঠিকানা। জাপানের মিয়াজাকি শহরকে king of fruit বলা হয় ৷ এই শহরে একটি বিশেষ আমের ফলন হয়৷ অনেকটা আপেলের মত দেখতে এই এক একটি আম 300 থেকে 350 গ্রাম ওজনের হয়৷ শহরের নামানুসারে এই আমের নাম 'মিয়াজাকি'। মসৃণ ত্বক ও লাল রঙের সৌন্দর্য্যের জন্য সূর্যদয়ের দেশে এই আমের অপর একটি নাম egg of sun। আমের আঁটি ছোট হয়, শ্বাস বেশি হয়। সব জলবায়ুতে এই আমের ফলন হয় না৷ দুষ্প্রাপ্য বলে প্রতি কেজি আমের দাম ভারতীয় মুদ্রায় আড়াই থেকে 3 লক্ষ টাকা৷