ছেলে এখনও পর্যন্ত কতবার বিয়ে করেছে বাবা জানেন না। 4টে বিয়ের কথা জানা গেলেও, আশঙ্কা আরও কটা হয়ে থাকতে পারে। ছেলের খালি বিয়ের নেশা। বউ কে কি খাওয়াবে তার ঠিক নেই । খালি বিয়ে করতে চায়। আর একের পর এক বউমায়েদের দায়িত্ব সামলাতে হয় বাবাকে। অতিষ্ট হয়ে উঠেছেন তিনি। এবার করে বসলেন সাংবাদিক সম্মেলন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে।