সাইকেলে করে ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যের সফর শেষ করেছেন। এবার লক্ষ্য বিশ্বজয়। তাই একটা সাইকেল-মনের জোর, আর একগুচ্ছ সমাজ সচেতনতার বার্তা নিয়ে বিশ্বজয়ের পথে বেরিয়ে পড়েছেন মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা প্রসেনজিৎ দাস ওরফে জোজো কুমার। সম্প্রতি মুর্শিদাবাদ থেকে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় এসে পৌঁচেছেন প্রসেনজিৎ। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান ৪ই জানুয়ারি বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন তিনি। প্রথমে শ্রীলংকা তারপর দক্ষিণ ভারতের প্রবেশ করে নেপাল, ভুটান এবং বাংলাদেশ পেরিয়ে পৌঁছে যেতে চান মায়ানমারে। তারপর লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ ঘুরে বেড়াবার ইচ্ছে রয়েছে তার।